হ্যা। আমাদের মেশিনে আপনি একদম একুরেট (নির্ভুল) রেজাল্ট পাবেন। বিপি কেয়ার বাংলা প্রেশার মেশিন দিয়ে প্রেশার মাপলে, ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে। প্রেশার মাপার আগে কমপক্ষে ৫ মিনিট রেস্ট নিতে হবে। অবশ্যই বাম হাতে প্রেশার মাপতে হবে। হাত বুকের কাছে অথবা বুক বরাবর(হার্ট লেভেল বরাবর) রেখে মাপতে হবে। বসে প্রেশার মাপতে হবে। শুয়ে অথবা দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রেশার মাপা যাবে না।